সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিসিজিটিএক্স আয়োজনে সমঝোতা স্মারক সই

  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিসিজিটিএক্স আয়োজনে সমঝোতা স্মারক সই
বিসিজিটিএক্স আয়োজনে সমঝোতা স্মারক সই

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ-চায়না গ্রীন টেক্সটাইল এক্সপো (বিসিজিটিএক্স) আয়োজনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিসিজিটিএক্স ২০২৫ ম্যান-মেইড টেক্সটাইল, গ্রীন ইনোভেশন ও সাস্টেইনেবল প্রযুক্তির মতো বিশেষায়িত খাতগুলোর জন্য একটি আদর্শ পস্ন্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার ঢাকার বারিধারা কূটনৈতিক অঞ্চলে অবস্থিত সিইএবি অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুল আলম এবং সিইএবি-এর টেক্সটাইল ও গার্মেন্টস শাখার সভাপতি গ ঝেনইউ এতে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্ব বাংলাদেশের টেক্সটাইল শিল্পে টেকসই ও সবুজ উদ্ভাবনে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিল্প সম্পর্ককে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে আনিস খান, মিস রোকেয়া নিশা, মিস খালেদা আখতার এবং মিস আশা নূর উপস্থিত ছিলেন। অন্যদিকে, সিইএবি-এর পক্ষে উপস্থিত ছিলেন মিস সাজেদা সুলতানা এবং মিস আল আদিয়া। প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে