শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ব্যাটারিচালিত রিকশা: চালকদের অসচেতনতায় বাড়ছে দুর্ঘটনা

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি
  ০৫ জুলাই ২০২৫, ১৫:৪২
ব্যাটারিচালিত রিকশা: চালকদের অসচেতনতায় বাড়ছে দুর্ঘটনা
ব্যাটারিচালিত রিকশা: ছবি যায়যায়দিন

ঝালকাঠি জেলা জুড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ব্যাটারিচালিত রিকশা। তবে এসব রিকশা চালানোর ক্ষেত্রে বেশ কিছু অসচেতন অভ্যাস দেখা যাচ্ছে চালকদের মধ্যে, যার একটি হলো একপাশে পা ঝুলিয়ে রিকশা চালানো।

এই প্রবণতা চালকদের জন্য যেমনি ঝুঁকিপূর্ণ, তেমনি যাত্রী ও পথচারীদের জন্যও হুমকিস্বরূপ।

অনেক চালকই দীর্ঘ সময় বসে থাকায় আরামদায়ক ভঙ্গি হিসেবে দুই'পা প্যাডেল পয়েন্টে না রেখে বাইরে ঝুলিয়ে বসেন। তবে এই অবস্থানে হঠাৎ ব্রেক করলেই ভারসাম্য হারিয়ে রিকশা উল্টে পড়ারও ঘটনা ঘটছে। এছাড়াও পাশ দিয়ে চলাচলকারী যানবাহনের সঙ্গে পা সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকে।

ট্রাফিক বিশেষজ্ঞদের মতে, এই আচরণ শুধু অভ্যাস নয়, এটি একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। তারা বলছেন, রিকশা চালানোর সময় চালকের দুই পা রিকশার প্যাডেল পয়েন্টে রাখা বাধ্যতামূলক করা উচিত, কারণ এটি চালকের নিয়ন্ত্রণ এবং সুরক্ষা দুটিকেই নিশ্চিত করে।

এ বিষয়ে যাত্রী সাধারণ, পরিবহন বিশেষজ্ঞ ও আইনপ্রণেতাদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালকদের জন্য একটি মৌলিক প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া জরুরি।

যাত্রীদের মধ্যেও এই বিষয়ে উদ্বেগ বাড়ছে। চঞ্চল নামের এক যাত্রী জানান, অনেক চালকই এমনভাবে চালান যে মনে হয় সামান্য ঝাঁকিতেই পড়ে যাবেন। এটা খুবই ভীতিকর।

স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুশীল সমাজ বলছে, সময় এসেছে এই নতুনধরনের যানবাহনকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করার।

এবিষয়ে হানিফ গাজি, ইদ্রিস ফকির, মোতালেব হোসেন, আব্দুল হক, গনি মিয়াসহ ব্যটারী চালিত রিকশার অনেক চালকদের সঙ্গে কথা বলেছে এ প্রতিবেদক। প্রশ্ন করা হলে তারা (চালকরা) বলেন, পা দুটি একপাশে ঝুলিয়ে রিকশা চালাতে আমরা স্বাচ্ছন্দবোধ করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে