মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অষ্টম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অষ্টম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ৮ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫-এর সমাপনী ২১ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ৭০৪ জন গলফার অংশ নেন। টুর্নামেন্টে সাদিকুল ইসলাম উইনার, মেজর জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম রানারআপ এবং মিসেস ফাতেমা ইসলাম লিমা লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে