নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম এমদাদুল হক দুদু সরকারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) বিকেলে উপজেলার ফাজিলপুর বাজারে খলিশাউড় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খলিশাউড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পাবই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আজিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। তিনি বলেন, "মরহুম এমদাদুল হক দুদু সরকার আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর সততা ও দলের প্রতি ভালোবাসা আজও আমাদের অনুপ্রেরণা দেয়।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির তরুণ নেতা, সাবেক এমপি, ডা: মোহাম্মদ আলীর পুত্র, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, যুগ্ম আহ্বায়ক মাহাবুব তালুকদার এবং খলিশাউড় ইউনিয়ন যুবদলের সভাপতি মতিউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খলিশাউড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুল আলম। এসময় খলিশাউড় ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল সিঙ্গাপুর শাখার সিনিয়র সহ-সভাপত, মরহুমের জ্যেষ্ঠ পুত্র খায়রুল ইসলাম রুপন।
স্মরনসভায় তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে তিনি সকলের দোয়া চান এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।