মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এআইইউবিতে স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এআইইউবিতে স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
এআইইউবিতে স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এ (এআইইউবি) নবাগত শিক্ষার্থীদের স্প্রিং ২০২৪-২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের শিক্ষা জীবন ও ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রোক্টর এবং বিভিন্ন অনুষদের ডিনরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, এআইইউবি'র রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষিকা, পরিচালক, উর্ধ্বতন কর্মকতা, নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও এআইইউবি'র সাবেক শিক্ষার্থী মিনার রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে