বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে আনা হয়েছে নোমানের মরদেহ, আজ রাউজানে দাফন

চট্টগ্রাম বু্যরো
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে আনা হয়েছে নোমানের মরদেহ, আজ রাউজানে দাফন

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুলস্নাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। তাকে এক নজর দেখতে মরদেহ ঘিরে ভিড় করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে মরদেহ নিয়ে আসা হেলিকপ্টারটি চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অবতরণ করে। আজ শুক্রবার চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে তাকে দাফন করা হবে।

সেখান থেকে নগরীর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য রাখা হয় আবদুলস্নাহ আল নোমানের মরদেহ। শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। পরে সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হবে।

দুপুর ১টায় মরদেহ জমিয়তুল ফালাহ মসজিদ

ময়দানে রাখা হবে এবং পরে বাদ জুমা দুপুর আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদ আসর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আবদুলস্নাহ আল নোমান মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির বাসায় মারা যান। প্রবীণ এ রাজনীতিবিদের মৃতু্যর খবরে চট্টগ্রামসহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে