বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বালির মাঠ থেকে নবজাতক উদ্ধার

  ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০
বালির মাঠ থেকে নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড় দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় এক নবজাতককে (কন্যা শিশু) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর এলাকার পৈরতলা গ্রামের আনসার ক্যাম্পের পাশে বালির মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি ২৫০ শষ্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, সকালে বাচ্চাটি পুলিশ হাসপাতালে ভর্তি করে গেছে। শীতে তার শরীরের তাপমাত্রা কমে গিয়ে ছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে সে ভালো আছে। বাচ্চাটির প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। তিনি বলেন, বাচ্চাটি পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে কোথায় নেওয়া হবে সে ব্যাপারে পুলিশ সিদ্ধান্ত নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে