অস্ট্রেলিয়ান অসহায় এক মায়ের নাম ইয়ারা বেইলিস। বুধবার পীড়াদায়ক এই ভিডিওটি ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন। ভিডিওতে স্কুল পড়ুয়া শিশুটিকে বলতে শোনা যাচ্ছে, 'আমাকে একটা দড়ি এনে দাও। আমি নিজেকে শেষ করে দেব।'
অত্যন্ত মানবিক আবেদনময়ী ভিডিওটি এ পর্যন্ত ৩০ লাখের বেশি দেখা হয়েছে। ভিডিওতে কুয়াদেনকে আরও বলতে শোনা যায়, 'আমি শুধু আমার বুকে ছুরি দিয়ে আঘাত করতে চাই... আমি চাই, আমাকে কেউ মেরে ফেলুক।'
শারীরিক ত্রম্নটি নিয়ে ঠাট্টা-বিদ্রম্নপ করা হলে কুয়াদেনের মতো অসহায় শিশুদের জীবনে তা যে কত বড় প্রভাব ফেলে সে বিষয়ে মূলত সবাইকে সচেতন করতেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছেন মিসেস বেইলিস। ভিডিওটি একটি প্রাইভেটকারে ধারণ করা। এতে আরও দেখা যাচ্ছে, শিশুটি সিটে বুক গুঁজে দিয়ে অনবরত কেঁদে যাচ্ছে। তার চোখে-মুখে অসহায়ত্বের ছাপ। আর তার মা কান্নাজড়িত কণ্ঠে শিশুটির ওপর বিদ্রম্নপের বিরূপ প্রভাব তুলে ধরছেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd