বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ছেলের হাতে বাবা খুন

সাভার প্রতিনিধি
  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
ছেলের হাতে বাবা খুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় জয়নাল আবেদিন (৪০) নামে এক গ্রাম্য ডাক্তারকে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ও স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাড়িতে বাবা জয়নাল আবেদিনকে পিটিয়ে গুরুতর আহত করে ছেলে লিমন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে লিমন মিয়া ও স্ত্রী লায়লা খাতুনকে আটক করেছে। পুলিশ বলছে, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে