শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক

আইন ও বিচার ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক

সরকারি ও কোর্টের অবকাশকালীন ছুটিতে ৮ সেপ্টেম্বর (রোববার) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ভেকেশন জজ মনোনীত করার কথা জানানো হয়েছে।

1

এতে বলা হয়, প্রধান বিচারপতি আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন।

বিচারপতি মো. রেজাউল হক সেপ্টেম্বর মাসে ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ তারিখ এবং অক্টোবর মাসে ২, ৭, ৮, ১৬ ও ১৭ তারিখ সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে

শুনানি গ্রহণ করবেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে