শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

অনন্ত বিচ্ছেদের বৃদ্ধ

মোহামেদ সাইফুল হাসান
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনন্ত বিচ্ছেদের বৃদ্ধ

বয়সের ভারে নয়, বৃদ্ধ হয়েছি আমি

অনন্ত বিচ্ছেদের বোঝা বয়ে,

1

দুঃসময় অনুরোধ আমাকে বৃদ্ধ বলো।

এই মৃতু্য অপমৃতু্যর খেলা বহুবার-

সর্বশান্ত করেছে জীবন নদী,

বয়সের ভারে নয়! অকালমৃতু্যর অধরে চুমু খাব

অনন্ত বিচ্ছেদের বোঝা বয়ে,

দুঃসময় অনুরোধ আমাকে বৃদ্ধ বলো!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে