বয়সের ভারে নয়, বৃদ্ধ হয়েছি আমি
অনন্ত বিচ্ছেদের বোঝা বয়ে,
দুঃসময় অনুরোধ আমাকে বৃদ্ধ বলো।
এই মৃতু্য অপমৃতু্যর খেলা বহুবার-
সর্বশান্ত করেছে জীবন নদী,
বয়সের ভারে নয়! অকালমৃতু্যর অধরে চুমু খাব
অনন্ত বিচ্ছেদের বোঝা বয়ে,
দুঃসময় অনুরোধ আমাকে বৃদ্ধ বলো!