মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গল্পের অভিনয়

ভীষ্মদেব বাড়ৈ
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
গল্পের অভিনয়

বিষাদের সন্ধ্যায় আমাকে ভুলতে বসেছো তুমি,

এককাপ চায়ে নরম চুমুক

1

তারপর ধোঁয়া ছেড়ে দেয়া!

এসব হাবিজাবি!

শব্দ তরঙ্গে মিলিয়ে গেল একটি এক ক্রোশ জীবনের গল্প।

বস্নাকিস কলপের নিচে সাদা চুল, কি নিষ্ঠুর!

তবে বয়ে যেতে হয় সত্য গল্প,

মিথ্যেকে আশ্রয় করে বেঁচে থাকতে হয়।

ইচ্ছের মৃতু্য হয়

অভিনয় পরম্পরা।

আমরা কি জানি আমি কি চাই?

হিম চাদর বাতাসে চায়ের ধোঁয়া-

বাড়ি চল্‌, বাকি সব অভিনয়ে

বৃদ্ধ মায়ের অপেক্ষাটিই ভীষণ সত্য!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে