রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

গলিত জোছনার ছায়া

স্বপ্নীল ফিরোজ
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গলিত জোছনার ছায়া

গতকালও চাঁদটি পূর্ণ ছিল না আজ পূর্ণিমা

মেঘ তুমি মেঘের ওপর মেঘ হয়ে ঘুমাও

1

অঝোর বৃষ্টির নিচে ধানক্ষেত বাতাসে ওড়ে

দিয়াশলাইয়ের একটি মাত্র কাঠি, মাথা ঠুকে

জ্বলে উঠল নৈসর্গিক রাতে। এ-পাশ ও-পাশ ঘুম।

অপরূপ পাহাড়। গতরে মোমের নরম আলোর মতো প্রভা।

ঝর্ণার শব্দে ভেসে যাচ্ছে গলিত জোছনার ছায়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে