সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইসবগুল

কাজল নিশি
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০
ইসবগুল

মন কেড়ে নেয় মোরগ ডাকা বাংলা মায়ের ভোর

রোজা রেখে দাদি তুলে আল কোরআনের সুর।

সারাটা দিন উপোস করে ইফতারে নেই জল

আলস্নাহ পাকের রহমত দেখো কত রকম ফল।

খোর্মা খেজুর দারুণ মজা সাথে ইসবগুল

মন কেড়ে নেয় ইফতার পার্টি দেখতে যেমন ফুল।

রাখতে রোজা মধ্যরাতে রান্না করে ভাত

এটাই হলো ইমানদার আর মুসলমানদের জাত।

পড়ো নামাজ রেখো রোজা ভুল করোনা ভাই

গরিব দুখীর মাঝে কিন্তু ফেতরা দেওয়া চাই।

পারলে কিছু কাপড় দিও সেই গরিবের মাঝে

রোজহাশরে দানটা তোমার আসবে দারুণ কাজে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে