সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সমর্পণ

তুহীন বিশ্বাস
  ১০ মে ২০২৪, ০০:০০
সমর্পণ

শূন্যতারা পূর্ণ হয়েছে চেতনারা ভ্রান্ত;

কষ্টগুলো উবে গেছে ভাবনারা ক্লান্ত।

1

সুখের স্পর্শ যেন এক মায়াবী চাদর,

রহস্যময়ী ললনার ছলনাময়ী আদর।

অন্ধত্ব্যের অন্ধকারে অভিশপ্ত অন্তর

শান্তির নিশানে শুধু কলঙ্কিত অন্দর।

প্রাপ্তির প্রত্যাশায় নিজেকে সমর্পণ!

অস্তিত্বের বিনিময়ে সতীত্ব বিসর্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে