রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ডাকেনি কেউ

বাবুল আনোয়ার
  ২৪ মে ২০২৪, ০০:০০
ডাকেনি কেউ

কতকাল ধরে পড়ে আছি বিজনে

ডাকেনি কেউ নদীর কলেস্নালে

কত বেদনায় অজানা পাতা ঝরে

বুকের ভূমিতে নির্জন কোলাহলে

কতশত পথ পেরিয়ে এলাম একা

কতশত ফাগুনের গানে ভেসে

ঠিকানা আমার রয়ে গেল অজানা

কর্মহীন অবাক নিরুদ্দেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে