বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি থাকে মেঘে,
গাছ কেটেছে বলে এখন সূর্য আছে রেগে।
নদীর চোখ শেকলভরা জল,
নৌকাগুলো ছিন্নমূল হতবিহ্বল।
পাখির ডানা শুষ্ক মাঠ আগুন জ্বলে বনে,
বৃষ্টি দাও নীল ময়ূরী নাচছে তপোবনে।
শহরতলি শিক কাবাব টুকরো করা রুটি,
পাঠশালায় ঘণ্টা বাজে সারা জীবন ছুটি।
তবুও কারো মন ভালো না বৃষ্টি ছাড়া বই,
পাঠক নেই তাকিয়ে আছে বর্ণ রোদে খই।
মর্মাহত জ্ঞানী খিজির মাছের ক্ষুধা বোঝে,
মুসা হাঁটেন হাজার পথ ভরা নদীর খোঁজে।
কোথায় নদী মেঘের ঠোঁটে বৃষ্টি থোকা থোকা,
লক্ষ গাছ খুন হয়েছে নেই তো লেখাজোঁকা।
বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি কোথা পাবো,
আশীষ দাও বৃষ্টি হয়ে এদেশে জন্মাবো।