মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শ্রীনগর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ২৫ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরপর মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে।
বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি,গুড় পট্টি, কলাপট্টি,নিমটি পট্টি, ডাল পট্টি ও মুরগি পট্টিতে। শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা বাজারের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে।
এরপর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুনে নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আগুনের খবর পেয়ে তারা রাত ২টার কিছু পর ঘটনাস্থলে পৌঁছান। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী মোঃ হোসেন জানান, একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে আবার নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়।
তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে প্রায় ৩০ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয় পুলিশ ও দোকানদাররাও সহায়তা করেছেন।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট সূত্রপাতের কারণ জানা যায়নি।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।