'নাই কাজ তো খই ভাজ', কোথায় পাবো খই?
মই বেয়ে কেউ উঠলে গাছে, সরিয়ে নিবো মই?
ছিপ নিয়ে কেউ মাছ ধরিলে, সেথায় দিবো ঢিল?
অকাজ নিয়ে কেউ বকিলে- পিঠের উপর দেব কিল!
আলুর নাড়া
আলুর কত পদ খেয়েছি, সকল পদেই আলু,
নানান পদের তরকারিতে, আলুই থাকে চালু।
এমনই এক পদ আছে তার, খেলেই আত্ম-হারা!
তেল বিনা সে পদটি দারুণ, পাতলা আলুর নাড়া।।
রাজনীতি-পলিট্রিক্স
রাজনীতি আর রাজনীতি নাই, হইছে এখন পলিটিক্স।
আসল নকল হাইবিরিডে, পলিটিক্স খই মাখাই মিক্স!
ঘরে কিংবা হাটবাজারে, পলিট্রিক্স এর একই হাল।
ধর্মের রং কেউবা মেশায়! জীবিকাটাই আসল চাল!
কথা
দুষ্টু লোকের মিষ্টি কথা, ঠঁ্যাটা লোকের কথায় ঝাঁঝ,
চোগলখোরের ঠোঁটের আগায়, স্বার্থপরের কথায় ভাঁজ।
কাজের কথায় বেজার লোকে, অকাজ কথা রসময়,
কথার কথায় যুক্তি বেশি, সত্য কথা তিতা হয়।।
রাম-হরি
ভূতের মুখে রাম নাম, রামের মুখে হরি!
জন্ম থেকেই দেখছি এমন- শুনছি জীবন ভরি।
রামের হলে সুমতি আর- হরির রসাতল,
অর্থই সব অনর্থের মূল, হচ্ছে ঘোলা জল!
ভাতের মাড়
ভাতের মতন মজার খাবার, আর কিছু কি আছে?
ভাতের পাগল বাঙালি সব, ভাত আহারেই বাঁচে!
ভাতের ফেনও উপকারী, অন্য নামে মাড়,
হলুদ লবণ মসলা তেলে, ডাল বানা যায় তার!