যদি তুমি নীলাকাশ হও-
আমার সবুজ পৃথিবীর!
মেঘ কে বলব, ঢেকো না আমার প্রিয় কে!
যদি তুমি প্রদীপ হও-
আমার ছোট্ট শান্তির নীড়ের!
বাতাসকে বলব, নিভিও না আমার প্রিয়কে!
যদি তুমি সাগর হও-
আমার দুটো শান্ত নীল নয়নের!
স্রোতকে বলব, শুকিও না আমার প্রিয়কে!
যদি তুমি প্রাণ হও-
আমার এই ক্ষণস্থায়ী জীবনের!
যমদূতকে বলব, ছিনিয়ে নিও না আমার প্রিয়কে!!