বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

অস্থিরতা

ফরিদা ফারহানা
  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
অস্থিরতা

কত অস্থিরতা চেপে যাই

মনের অন্তরালে রেখে দেই

1

হাজার ব্যথার অভিমান....

জীবনের এই অল্প আয়ুতে

পৃথিবীর সবচেয়ে আজব হলো

দুঃখের সঙ্গে সহজ সমীকরণ

যদি সুযোগ মেলে ফিরিয়ে দেব

অনাগত সব ব্যথার পাহাড়

আর ব্যথা ভার,

আমি পুষিয়ে দেব

মনের যত আকুলতা

আমি ফিরতে চাই

রাত জাগা তারার সাথে!!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে