বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

তিল এবং একগুচ্ছ চুম্বন

সাব্বির আহমাদ
  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
তিল এবং একগুচ্ছ চুম্বন

ক্রমশ গোলক ধাঁধায় তলিয়ে যাচ্ছি।

সময়ের পাটাতনে বসে কয়েকটা বুদ্বুদ

1

ছাড়ে নীল রঙের শ্বাস। যে তুমুল

আলোড়ন নিয়ে চারদিকে ছড়িয়ে দাও বিষ!

দূরের নির্জন পাহাড়ে তার আর্তস্বর বেজে ওঠে।

এমন সব দৃশ্যের ভিতর;

সহসাই দেখা যায় একগুচ্ছ চুম্বন

তিলক হয়ে গেঁথে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে