শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শরৎ এসেছে

রেবেকা ইসলাম
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শরৎ এসেছে

শরৎ এসেছে শিশিরে ভিজিয়ে দিতে

মন খারাপের শুষ্ক ব্যালকনিতে।

1

শিশিরের সঙ্গে দেয়ালের খুনসুটি

আমায় দিয়েছে নীরবতা থেকে ছুটি।

শিউলিতলায় কমলা রঙের সুখ

দেখে এই মন চঞ্চলা, উন্মুখ।

চিলেকোঠা ছোঁয় বিকালের সাদা মেঘ

মিলিয়ে গিয়েছে হৃদয়ের উদ্বেগ।

মাঠঘাট ঘেঁষে শুভ্র কাশের ছবি

আমাকে করেছে আনমনা এক কবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে