শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

এমন মধ্যাকর্ষণ শক্তি চাই

সৌরভ দুর্জয়
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
এমন মধ্যাকর্ষণ শক্তি চাই

ক্লান্তির ট্রেনও ছুটে চলে

মানবতার স্টেশনে

1

ফলাতে জীবনের স্পন্দন।

আহত হাত বাড়িয়ে দেয় পঙ্গু ভিখারি

বাঁচাতে স্বর্ণলতার প্রাণ।

যা দেখে চোখে জোছনা হাসে

ছায়াপথে চলে ভ্রাতৃত্বের নাও।

এমন মধ্যাকর্ষণ শক্তি চাই

ক্ষত-বিক্ষত পৃথিবীর শরীরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে