জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক মোটরের সুইচ চাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদা বেগম (৫৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬মে) সকাল ৮ টার দিকে নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর ফকির পাড়া গ্রামে এঘটনা ঘটে।
খোরশেদা বেগম ফকির পাড়া গ্রামের মৃত নুরুজ্জামান তোতা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ধান খেতে পানি দিতে বাড়ির পাশে মর্টর চালু করতে যান খোরশেদা বেগম। এসময় তিনি মর্টরের সুইচ চাপ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।