মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চপল উপহার

কাজল নিশি
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চপল উপহার

স্নিগ্ধ এই শরৎকালীন সময়ে

দুরন্ত কিশোরের মতো করে ছুটে এস

আমার মনের নীলাকাশে সাদা মেঘ হয়ে-

নাগিনের মতো করে শুষে নেব তোমার ওই...

বাসনারা ভীষণ তৃষ্ণার্ত!

বাতাস তুমি সহচর হয়ে পৌঁছে দাও

কিশোরী মনের প্রার্থনা

তারুণ্য দহনে বড্ড দগ্ধ আমি!

বলে দিও কানে কানে

তার মতো করে যেন আমাকে বাঁচায়।

অতঃপর আমার আমিকে দেব,

চপল উপহার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে