মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বসন্তকাব্য

সাঈদা নাঈম
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বসন্তকাব্য

সুখ না থাকলে কোকিল ডাকে না

ঠোঁটের কোণে মৃদু হাসি থাকে না।

ক্ষণে ক্ষণে সে হাসি কি বলে যায়

মনের ইশারায় মনের হয় বেচাকেনা

খুঁজে বেড়ায় সুখ বাতাসের শব্দে

অথবা কোনো নিস্তব্ধতায়।

পাতাঝরা দিনে ডেকে যায় অবিরত

সাথীকে না পাওয়ার বেদনায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে