শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চোখ আমার

মেহেদী ইকবাল
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চোখ আমার

কী অদ্ভুত

পেছনে কী যেতে চায় কেউ!

সজ্ঞানে হানাহানি প্রতিহিংসা

ভয়াবহ বিকলন চিন্তার!

শুনেছি

পিঠে চড়ে বড় বড় মাছের

ঘটেছিল আগমন ওলি আউলিয়ার

আজও তো উড়তে দেখি

জালালি কৈতর কিছু

পুকুরে আছে আজও কিছু গজার মাছ!

ভাঙার আয়োজন কেন

বিপজ্জনক

পেছনে কী যেতে চায় কেউ!

মাহাশূন্যে কী ঘটছে হায়

স্যাটেলাইট

কী বার্তা প্রেরণ করে

জাদু বাস্তবতা

ভয়ে

চোখ আমার উঠছে কেঁপে

বারবার!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে