সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঘাসের হাওয়ায়

আদ্যনাথ ঘোষ
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
ঘাসের হাওয়ায়

কিছু খড়কুটো, ময়লা কাপড়-

ভেঙে ফেলা বাসনকোসন,

\হকিছু পুঁজ, কিছু ক্ষত,

আরও কিছু স্মৃতির ভাগাড়,

মৃত স্বপ্ন হয়ে পড়ে থাকে

জেগে ওঠা মানুষের নতুন হাওয়ায়।

ছুঁড়ে ফেলা ঝুল, না দেখা ফাগুন মুখ,

না ফেরা গতির শিহরিত মোড়

ক্ষত আর হাহাকারে

নতুন জীবন হয়ে ফিরে আসে

জন্ম নেয়া ঘাসের আলোর খেলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে