এই খোলা আকাশের নিচে
অনিশ্চিত গন্তব্যের হাতছানি
হতবিহ্বল
বিমূঢ় দাঁড়িয়ে থাকা শুধু
টুপটাপ শিশিরের শব্দ
ধ্যান ভাঙা মন
সময়ের তীর্যক ছায়ায়
ক্লান্ত, অবসন্ন আরও
উঠোনে
স্মৃতির পাখিরা ওড়ে
অবিরাম বিধুর সুর
বাজে হেমন্তের গান
মনজুড়ে হাহাকার
ফুরিয়ে আসা সময়ের শোক
দূরে কোথাও
একটানা বেজে যায় ছুটির ঘণ্টা
পাখিরা মুখর
ঘরে ফেরার গানে
বিদায়গীত বাজে ধীরে...