সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মৃতু্যহীন

স্বপ্নিল ফিরোজ
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
মৃতু্যহীন

বেঁচে আছি অসংখ্য মৃতু্যর পর,

যেভাবে প্রজাপতির ডানা বেঁচে থাকে,

বেঁচে থাকে পাঁজরের বিন্যাস,

ঢেউগুচ্ছের রহস্য,

ঝরাপাতার মৃদু কম্পনে।

ভাবিনি, কামরাঙা ফুলের সুবাস

গোলাপি নাকি বিষনীল,

ভালোবাসি আমার মাথার ওপর

একটামাত্র নীল আকাশ।

সাদা-কালো মেঘজাতিকা,

তুমিই রামের ধনুক ফলক।

যখন যেভাবে যেদিকেই ছুড়ে মার শর,

সেখানেই ঢিপঢিপ হৃদয়ের শব্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে