সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

তবুও ফোটে ছাতিম ফুল

সাকিব জামাল
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
তবুও ফোটে ছাতিম ফুল

রাতের প্রেমে বইছে ছাতিম ফুলের ঘ্রাণ

পাগল প্রাণ, আমার পাগল প্রাণ!

1

ধূপ-ধুনো জ্বালাই

তোমারে খুঁজি।

না-পাই, না-পাই, তোমারে না-পাই!

আরতি আমার; হাতের মুঠোয় নিয়ে-

চোখের জলে ভেজাই।

অতঃপর আমি হই শিশির!

ঘাসের বুকে ঝরে ঝরে পড়ি।

বিরহ দহনে উড়ে যাই,

উড়ে যাই;

দূর নক্ষত্র জগতে...

তবুও ফোটে ছাতিম ফুল!

বিরহ পিছু ছাড়ে না কবি'র লোকান্তরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে