মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চতুষ্পদ অবলা

বশির আহমেদ
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
চতুষ্পদ অবলা

সন্ধ্যার কিছুক্ষণ পরই পান্ডুর সময় মুছে দেয় অগ্রহায়ণের চাঁদ,

আমি চাঁদের ঘ্রাণে মাতাল হই।

ক্ষ্যাপাটে ঘোড়ার মতো দৌড়াতে হয় মাঝেমধ্যে।

হৃৎপিন্ডের অসাড়তা দুচোখে মৃতু্যর ছবি আঁকে,

ছিক্কায় ঝুলে থাকা হাঁড়ির মতো ঝুলে আছে প্রাণ!

হৃদয়ের উদ্বৃত্ত প্রেম বিলিয়ে দেই চতুষ্পদ অবলার মায়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে