শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সৃষ্টির ফোয়ারায়

জেবুন্নেছা জোৎস্না
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সৃষ্টির ফোয়ারায়

দুর্বিনীত, পাশে থাকবে না, অথবা

প্রতিরোধ করবে না সে জানি! কথা ছিল,

সব বিচু্যতির উৎসমুখ হবে সৃষ্টির ফোঁয়ারা -

প্যান্ডোরার বাক্স খুলে আমরা একে একে মুক্তি দেব

মধ্যবিত্তের গচ্ছিত ভাবনার প্রজাপতি স্বপ্ন-!

কৃষক পাবে তার নায্য পাওনা, লুটেরা হবে নত

বিশুদ্ধ বাতাসে সুষম-নির্মল হবে ইতিহাসের ক্ষত!

জানি ক্ষুদিরাম, শেরে বাংলা ফজলুল হক,

কবি নজরুল, বঙ্গবন্ধু কিংবা মওলানা ভাসানী

যুগে যুগে জন্মায় না! তবু একদিন চিতার চলনে

সিনা টান টান করে প্রতিবাদে নির্ভীক দাঁড়ায়

গণতন্ত্রের সে ফেরিওয়ালা নূর হোসেন, সমগ্র!

ইতিহাসের ধূম্রধোঁয়াশায়- আমরা এক বনসাই!

মাটিতে মিহিন, আজকের কথা বেমালুম ভুলে যাই।

নদী জন্মউৎসে কখনো আসে না ফিরে-

কেবল মানুষই ছায়াহরিণের পেছনে বেড়ায় ছুটে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে