মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
walton

বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল-ফাইনাল ম্যাচে : তুহিন

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা ৫ ম্যাচ জিতে স্বাগতিক বাংলাদেশ। টানা ৪ জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত ছিল তুহিন তরফদারের দলের।

শনিবার গ্রম্নপপর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাককে হারিয়ে গ্রম্নপ চ্যাম্পিয়ন (এ-গ্রম্নপ) নিশ্চিত

করেছে দলটি। গ্রম্নপের অন্যতম

শক্ত প্রতিপক্ষ ইরাককে হারাতে

পেরে দারুণ খুশি বাংলাদেশের অধিনায়ক এবং ম্যাচসেরা তুহিন তরফদার।

ম্যাচ শেষে তুহিন বলেন, 'আমরা ভালো খেলে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছি। খুব ভালো খেলছে আমাদের পেস্নয়াররা। গ্রম্নপপর্বের প্রতিটি ম্যাচে আমরা দলের প্রত্যেককে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। আজকে (শনিবার)

ইরাকের বিপক্ষে আমাদের টিম কম্বিনেশন ভালো ছিল; ম্যাচে কিছু ভুলত্রম্নটিও ছিল। ভুলত্রম্নটি নিয়ে পরবর্তীতে আমরা সেমিফাইনাল ম্যাচের আগে শুধরে নেওয়ার চেষ্টা করব। ভুল যাতে না হয় সেজন্য কাজ করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে