শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাবাডির ঠিকানা হবে কেরানীগঞ্জ জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
  ২২ মার্চ ২০২৩, ০০:০০

২০২১ সালে পাঁচটি, ২০২২ সালে আটটি এবং এ বছর ১২টি দেশের অংশগ্রহণে হলো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এবারের আসরে শিরোপা জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। যদিও দক্ষিণ এশিয়ার দুই শক্তিশালী দল ভারত ও পাকিস্তান এই টুর্নামেন্টে খেলেনি। ধীরে ধীরে টুর্নামেন্টের কলেবর বাড়ছে। দল সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই কাবাডির আলাদা একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জোরদার হয়েছে।

কাবাডির ঘরোয়া আয়োজনের জন্য নিজস্ব স্টেডিয়াম রয়েছে। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়াম একটি উপযুক্ত ভেনু্য।

মঙ্গলবার দুপুরে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর তিনি জানালেন, ঢাকার অদূরে কেরানীগঞ্জে হবে কাবাডির স্থায়ী ঠিকানা, 'কাবাডির জন্য একটি জায়গা তৈরি করার পরিকল্পনা করেছিলাম। বৈশ্বিক পরিস্থিতির কারণে আপাতত কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমরা হাল ছাড়িনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে গেলে কমপেস্নক্স তৈরির কাজ শুরু করব। কারণ, একটার পর একটা অর্জন কাবাডি থেকে এসেছে। তাদের জন্য কিছু করা দরকার।'

'কেরানীগঞ্জে কমপেস্নক্স তৈরির আগে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেখ রাসেল রোলার স্কেটিংয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট করা যায়। কারণ, এই দুটি স্টেডিয়ামও আমাদের।'

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় কাবাডি দলের খেলোয়াড়দের দেখা করা প্রসঙ্গে রাসেল বললেন, 'গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর ওনারা চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেটা হয়ত হয়নি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হলে কাবাডি দলের খেলোয়াড়দের দেখা করার বিষয়টি জানাব। প্রধানমন্ত্রী সব সময়ই পৃষ্ঠপোষকতা করেন জাতির পিতার ঘোষিত জাতীয় খেলা কাবাডিকে।'

কাবাডিতে সরকারি পৃষ্ঠপোষকতা সম্পর্কে প্রধান অতিথি জানালেন, 'আইজিপি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক অত্যন্ত যোগ্য মানুষ। ওনারা কার্যক্রম দেখিয়েছেন বলেই পৃষ্ঠপোষকরা এগিয়ে এসেছেন এই টুর্নামেন্টে। আগে এত ব্যাপক আয়োজন দেখা যায়নি। আগামীতেও পৃষ্ঠপোষকরা এগিয়ে আসবেন। আমরাও বরাদ্দ বাড়ানোর চেষ্টা করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে