মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটিতে নতুন নেতৃত্ব

ঢাবি প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ১৩:৫৬
ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটিতে নতুন নেতৃত্ব
সাদমান মুজতবা রাফিদ ও অর্নব রায় পার্থ

জ্ঞান ও সৃজনশীলতার মেলবন্ধন ‘ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি’ (ডিইউকিউএস)-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি পূর্নাঙ্গভাবে গঠিত হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে টিএসসির টিচার্স লাউঞ্জে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে নবনিযুক্ত সভাপতি হিসেবে সাদমান মুজতবা রাফিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্নব রায় পার্থ এর নাম ঘোষণা করা হয়। দায়িত্ব হস্তান্তরের এ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সম্মানিত মডারেটরবৃন্দ ড. রাদ মুজিব লালন এবং মোহাম্মদ মাহবুব কায়সার। তারা নতুন নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিয়ে ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশনা প্রদান করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

1

নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাংগঠনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ভূতপূর্ব সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ওয়াসি আহমেদ ও মোহতাসিন বিল্লাহ ইমন।

২০১৫ সালের ৫ মে প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) সূচনালগ্ন থেকেই জ্ঞানচর্চাভিত্তিক নানা আয়োজনের মাধ্যমে সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে আসছে। নিয়মিত সাপ্তাহিক কুইজ সেশন, ওয়ার্কশপ, সেমিনারসহ জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে কুইজ প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি একটি জ্ঞাননির্ভর সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়ের পরিক্রমায় ডিইউকিউএস-এর এই পথচলা আরও সুসংগঠিত ও গতিময় হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে