বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে উজ্জীবিত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ মার্চ ২০২৩, ০০:০০
সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশ দল -ফাইল ফটো

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের শুরুটা বড় জয়ে করলেও দ্বিতীয় ম্যাচে ইউরোপের দল রাশিয়ার সঙ্গে পেরে উঠেনি বাংলাদেশ দল। আজ শুক্রবার তৃতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশ দলের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাত ৭.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেনু্যতে আগের ম্যাচে দুপুর ৩.১৫ মিনিটে শক্তিধর রাশিয়ার মুখোমুখি হবে ভুটান।

সাফের এই বয়সভিত্তিক আসরে অংশ নিচ্ছে মোট ৫টি দল। এরা হলো স্বাগতিক বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও রাশিয়া। ৫ দলের মধ্যে একমাত্র রাশিয়াই ব্যতিক্রম। ইউরোপের এই দেশটির সঙ্গে আগে কখনো খেলা হয়নি বাংলাদেশের। অভিজ্ঞতা, শারীরিকভাবে ও ট্যাকনিক্যালিও তারা অনেক এগিয়ে। তাই প্রথম দেখায় ভালো কিছু করা সম্ভব হয়নি বাংলাদেশের। সাফে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সবসময় খেলে থাকে। সবার শক্তি খুবই কাছাকাছি। তাই অন্য প্রতিটি দলের বিপক্ষেই জয়ের প্রত্যাশা আছে লাল-সবুজদের। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়ে শুরু বাংলাদেশের। পরের ম্যাচে রাশিয়ার কাছে হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। অন্যদিকে প্রতিপক্ষ ভারত নেপালকে ৪-১ গোলে হারিয়ে শুরু করে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। আজ তারা খেলবে দ্বিতীয় ম্যাচ। ৫ দলের মধ্যে ৪টি দলেরই আছে ৩টি করে পয়েন্ট। এর মধ্যে ভারত ১ ম্যাচ খেলেই অর্জন করেছে ৩ পয়েন্ট। তাদের গোলগড় (+৩)। সমান ম্যাচ সমান পয়েন্ট ও গোল গড় রাশিয়ারও। বাংলাদেশ দুই ম্যাচে সংগ্রহ করেছে তিন পয়েন্ট। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়াতে তাদের গোলগড় (+৪)। দুই ম্যাচ খেলে নেপাল সংগ্রহ করেছে ৩ পয়েন্ট। তাদের গোলগড় (+২)। ভুটান দুই ম্যাচ খেলে দু'টিতেই হেরে মাঠ ছেড়েছে। সিঙ্গেল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এবারের আসরটিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। গ্রম্নপের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।

রাশিয়ার বিপক্ষে ভালো খেলার চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি রুমা-সাগরিকারা। অনুমিতভাবে হেরেছে। তবে ভারতের বিপক্ষে আর আগের ভুল করতে চাইছে না। এছাড়া ভারতের সঙ্গে পারফরম্যান্সের বিচারে বড় রকমের পার্থক্য নেই। তাই উজ্জীবিত হয়েই মাঠে নামবে স্বাগতিকরা। দলটির কোচ ছোটন বলেছেন, 'ভারতের বিপক্ষে সব বয়সভিত্তিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। হার ও জিত দুটোই আছে। এবার আমরা সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিততে চাই। রাশিয়া ম্যাচের অভিজ্ঞতা এখানে কাজে লাগানোর ইচ্ছা। খেলোয়াড়রা বিমর্ষ নেই। উজ্জীবিত হয়েই মাঠে নামবে।'

পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে ম্যাচ জেতাটা জরুরি বাংলাদেশের জন্য। ছোটন বলেছেন, 'আমরা জয়ের জন্যই মাঠে নামব। রাশিয়ার বিপক্ষে সুযোগ কাজে লাগানো যায়নি। ভারতের বিপক্ষে গোল চাই। এর জন্য দলকে সেভাবেই খেলতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে