শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাটকীয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন বায়ার্ন

ক্রীড়া ডেস্ক
  ২৯ মে ২০২৩, ০০:০০

তখনো ২-১ গোলে পিছিয়ে বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু গ্যালারিতে শোনা গেল তীব্র চিৎকার। অন্য ম্যাচে যে গোল হজম করেছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে শিরোপা থেকে স্রেফ কয়েক মিনিট দূরে ছিল বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু শেষের নাটকীয়তায় তাদের হৃদয় ভেঙে বুন্দেসলিগায় আধিপত্য ধরে রাখল বায়ার্ন। জার্মানির সফলতম দলটি জিতল টানা একাদশ শিরোপা!

শিরোপা ভাগ্য এবার বায়ার্নের হাতে ছিল না। একই সময়ে শুরু হওয়া শেষ রাউন্ডে থমাস টুখেলের দলকে কেবল জিতলেই হতো না, তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের ফলের দিকে। মেইঞ্চের বিপক্ষে বরুশিয়া ড্র করায় সেটিও বায়ার্নের পক্ষেই এসে যায়। শেষের সমীকরণ মিলিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে দলটি জেতে জার্মানির শীর্ষ লিগে নিজেদের ৩২তম শিরোপা। লিগের শেষ ম্যাচে কোলনের বিপক্ষ ২-১ গোলে জেতে বায়ার্ন। ঘরের মাঠে মেইঞ্চের সঙ্গে ২-২ গোলে ড্র করে বরুশিয়া। ২০০০ সালের পর প্রথম দল হিসেবে শেষ রাউন্ডে শীর্ষে থেকে মাঠে নেমে বুন্ডেসলিগার শিরোপা জিততে ব্যর্থ হল ডর্টমুন্ড। আগের রাউন্ডে বায়ার্নের চেয়ে দলটি এগিয়ে ছিল ২ পয়েন্ট। শেষ পর্যন্ত ৭১ পয়েন্ট নিয়ে আসর শেষ করল দুই দল, সেখানে ব্যবধান গড়ে দিল গোলপার্থক্য। ৩৪ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে টানা ১১তম বুন্দেসলিগা জিতল বায়ার্ন। আর সমান পয়েন্ট নিয়ে রানার্সআপ ডর্টমুন্ড। গোলব্যবধানে বায়ার্ন (৫৪) পেছনে ফেলল ডর্টমুন্ডকে (৩৯)। জিতলেই চ্যাম্পিয়ন, এই সমীকরণ মাথায় নিয়ে শনিবার রাতে সিগন্যাল ইদুনা পার্কে মেইঞ্জকে স্বাগত জানায় বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু আধঘণ্টা যেতেই দুটি গোল খেয়ে বসে তারা। তবে একই সময়ে মাঠে নামা ১০ বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ যেন স্বস্তির খবর পায়। কোলনের মাঠে ৮ মিনিটে কিংসলে কোম্যানের গোলে এগিয়ে যাওয়ায় শিরোপার সুবাস পাচ্ছিল তারা। তবে ৮১ মিনিটে লুবিচিচের পেনাল্টিতে বায়ার্ন গোল হজম করলে আবার উত্তেজনা ছড়ায়। কারণ জয়ের বিকল্পই যে ছিল না মিউনিখ ক্লাবের সামনে। তারা ড্র করলেই যে হেরেও ট্রফি জিতে যাবে ডর্টমুন্ড। কিন্তু ঘুরে দাঁড়াতে পিছপা হয়নি বায়ার্ন। ৮৯ মিনিটে জামাল মুসিয়ালা গোল করেন। তাতে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হলো তারা। শেষ অর্ধে দু'টি গোল করে বায়ার্নের সমান পয়েন্ট পেলেও আশাহত হলো বরুশিয়া ডর্টমুন্ড। গত সপ্তাহে আরবি লিপজিগের কাছে হেরে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেয়েছিল বায়ার্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে