বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ঢাকায় নিউজিল্যান্ড দল। এই সিরিজ শেষেই ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ মিশনে যাত্রা করবে দল দু'টি।
এদিকে বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে আবারও ঢাকায় আসবে কিউইরা। টেস্ট সিরিজের দিনক্ষণ আগেই নির্ধারিত ছিল। তবে সেবার ভেনু্যর বিষয়ে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জানা গেল, বস্ন্যাক-ক্যাপসদের বিপক্ষে টেস্ট সিরিজের ভেনু্য।
বিশ্বকাপের পর ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। আর আগামী ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
এর মধ্য দিয়ে প্রায় পাঁচ বছর পর টেস্ট ম্যাচ পাচ্ছে সিলেট। সবশেষ ২০১৮ সালের ২ নভেম্বর দেশের সপ্তম টেস্ট ভেনু্য হিসেবে সিলেটের অভিষেক হয়। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে ১৫১ রানে হেরেছিল লাল-সবুজেরা।
আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো। তবে আগামী আজ মঙ্গলবার থেকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন দর্শকরা। ম্যাচের দিন ও আগের দিনও টিকিট পাওয়া যাবে।
অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শেষ করেই বিশ্বকাপের বিমানে চাপবে টাইগাররা। আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা লাল-সবুজের প্রতিনিধিদের। ৫ অক্টোবর থেকে শুরু হবে দেড় মাসের এই মহাযজ্ঞ।
বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। তবে এর আগে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।