শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কচুয়ায় কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৭:৫৭
কচুয়ায় কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
যায়যায়দিন

কচুয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ,সার আম,জাম,কাঠাল,নারকেল নিম, বেল গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কৃষি প্রণোদনা কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।

উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রশিদ লেখনে'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলী,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক নাজমুস সাকিব প্রমূখ।

এদিন উপকারভোগী কৃষকরা বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ এবং বীজ,সার পেয়ে খুশি।

উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় মোট দুই হাজার এর অধিক ক্ষুদ্র প্রান্তিক কৃষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে