বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আমের-রিজওয়ানে সিডনিতে স্বস্তি পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
আমের-রিজওয়ানে সিডনিতে স্বস্তি পাকিস্তানের

অস্ট্রেলিয়ান গ্রীষ্মে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। পার্থ-মেলবোর্ন দুই টেস্টেই ব্যাটিং ইনিংসে বিপর্যয় দেখেছে পাকিস্তানের ব্যাটিং ইউনিট। মেলবোর্নে জেতার সুযোগটাই তারা হারিয়েছে ব্যাটারদের ধারাবাহিকতার অভাবে। তবে সিডনিতে এসে আক্ষেপের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান আর আমের জামাল। এই দুজনের আশি পেরুনো ইনিংসের সঙ্গে সালমান আলী আঘার ফিফটিতে পাকিস্তান প্রথম দিনে খানিক স্বস্তিতে আছে সফরকারীরা।

এবারের সফরের শুরু থেকেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ যেন বুঝতেই পারছে না অস্ট্রেলিয়ার পিচ আর বোলিংয়ের ধার। মেলবোর্নে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তাতে লাভ হয়নি। সিডনির প্রথম সেশনে অবস্থা ছিল আরও শোচনীয়। প্রথম সেশনেই নেই পাকিস্তানের চার উইকেট। ৪৭ রানে চতুর্থ উইকেট পতনের পর রীতিমতো চোখে অন্ধকারই দেখছিল তারা।

ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই আসে আঘাত। মিচেল স্টার্কের অফস্ট্যাম্পের বাইরে পড়া বলটা হালকা ইনসুইং ছিল। আব্দুলস্নাহ শফিক চেয়েছিলেন ড্রাইভ করতে। কিন্তু বল ব্যাটের ছোঁয়া পেয়ে চলে যায় সিস্নপে। অভিষিক্ত সামি আইয়ুব ফিরে যান দ্বিতীয় ওভারে। জশ হ্যাজেলউডের বলটা সলিড ডিফেন্স করতে চেয়েছেন। তবে এখানেও সুইংয়ের কারিশমা। ব্যাটের কানায় লেগে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ।

চার রানে দুই উইকেটের পর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে ইনিংস রক্ষার কাজে মন দেন বাবর আজম। তাতে খানিক স্বস্তি মিলেছিল ম্যান ইন গ্রিনদের জন্য। তবে সেটা সাময়িক। ব্যক্তিগত ২৬ রানে আউট বাবর। মেলবোর্নের পর এবারও কামিন্সে আটকালেন সাবেক অধিনায়ক। লেট ইনসুইং বুঝেই উঠতে পারেননি। এলবিডবিস্নউতে ফেরেন।

এরপর সউদ শাকিল আউট হয়েছেন বাইরে বল খোঁচা মেরে খেলতে গিয়ে। ৪৭ রানে নেই ৪ উইকেট। শেষ পর্যন্ত ইনিংস রক্ষা করেছেন মোহাম্মদ রিজওয়ান এবং শান মাসুদ।

তবে দলীয় স্কোর ১০০ পেরুনোর আগে আবার উইকেটের পতন। মিচেল মার্শের গুডলেন্থের বলে বেসামাল শান ক্যাচ দিয়েছেন সেকেন্ড সিস্নপে। একইভাবে এর আগে আউট হয়েছিলেন। তবে নো বলে বেঁচে যান। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। এরপরে প্রতিরোধের শুরু করেন রিজওয়ান আর সালমান।

অজি বোলারদের তান্ডবের মুখে দুই ব্যাটারের জুটি ৯৪ রানের। তৃতীয় সেশনে তখন ওভারপ্রতি ৫ করে রান তুলেছিল দলটি। তবে সেখানে লাগাম টানেন কামিন্স। বাড়তি বাউন্সের বলে রিজওয়ানকে বোকা বানিয়েছেন। ৮৮ রান করা এই উইকেটরক্ষক ব্যাটার ফাইন লেগে ক্যাচ দেন জশ হ্যাজেলউডের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে