সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ভবিষ্যতে আরও সতর্ক হবে বিকেএসপি

ক্রীড়া প্রতিবেদক
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভবিষ্যতে আরও সতর্ক হবে বিকেএসপি

নাম পরিবর্তন করে কয়েকজন ফুটবলারকে দুই ক্লাবে খেলিয়ে বিতর্ক জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই জালিয়াতিতে সহযোগিতা করেছিলেন প্রতিষ্ঠানের দুইজন ফুটবল কোচ। এই জালিয়াতি ধরা পড়ায় কোচ ও প্রতিষ্ঠান বিকেএসপিকে শাস্তি দিয়েছিল বাফুফে। তবে বিকেএসপির আপিল করলে বাফুফের আপিল কমিটি তাদেরকে শাস্তি থেকে মুক্তি দিয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক হবে বিকেএসপি। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই বিতর্কিত ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকেএসপি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ঘটে যাওয়া ঘটনাকে বিকেএসপি ও বাফুফের মধ্যে ভুল বোঝাবুঝি উলেস্নখ করে বিকেএসপির মহাপরিচালক বলেন, 'বিকেএসপি ও বাফুফের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের ঘটনার সৃষ্টি হয়েছিল। বিকেএসপির আপিলের মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।'

বিকেএসপির খেলোয়াড়দের আগামীতে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানে প্রেরণ করলে সেখানে আরও সতর্কতা অবলম্বনের বিষয়ে গুরুত্ব দিয়ে বিকেএসপির প্রধান ব্যক্তি বলেন, 'আগামীতে বিকেএসপির খেলোয়াড়রা যাতে আরও স্বচ্ছতা বজায় রাখে ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতাগুলোয় অংশ নিতে পারে সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে।'

বাফুফের আপিল কমিটি বিকেএসপির শাস্তি প্রত্যাহার করে নিলেও প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মহাপরিচালক বলেছেন, 'উক্ত ঘটনায় আমাদের অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে