শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

১৩ বছর বয়সি সাকলাইন মোস্তফা সাজিদ

  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
১৩ বছর বয়সি সাকলাইন মোস্তফা সাজিদ
১৩ বছর বয়সি সাকলাইন মোস্তফা সাজিদ

১৩ বছর বয়সি সাকলাইন মোস্তফা সাজিদ টানা দুই টুর্নামেন্ট জেতায় তার রেটিং ২২০০ পস্নাস করেছেন। ২৩০০ রেটিং স্পর্শ করলে ক্যান্ডিডেট মাস্টার থেকে ফিদে মাস্টারে উন্নীত হবেন। ফিদে মাস্টারের পর আইএম তারপর জিএম। সাকলাইনের এত লম্বা পথ পাড়ি দিতে তার পরিবার পাশে রয়েছে। শুক্রবার শেষ রাউন্ডের সময় উপস্থিত ছিলেন তার বাবা। চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ ভাগাভাগি করেছেন বাবা-ছেলে। দাবার টানে পাবনা থেকে ঢাকায় আসা সাকলাইনের অভিভাবক তার বড় বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে ব্যাকিং পেশায় সদ্য প্রবেশ করা সোহানা আফরোজ শোভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে