শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আগামী জুনে মাঠে গড়াবে টি২০ বিশ্বকাপের আসর। এবারই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা এই ইভেন্ট। যৌথভাবে হতে চলা আসরটির সূচি প্রকাশ করেছে আইসিসি। ২৯ দিনে দুই দেশের ৯ শহরে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ। ০১ জুন থেকে পর্দা ওঠে ২৯ জুন ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। আগামী ৭ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপের নবম আসর শুরু করবে বাংলাদেশ।

ডালাসে ১ জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র্র ও কানাডা। পরের দিন পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

টুর্নামেন্টের 'ডি' গ্রম্নপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল। ডালাসে গ্রম্নপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলার পর ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ জুন নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে টাইগাররা। ১৬ জুন একই ভেনু্যতে নেপালের বিপক্ষে গ্রম্নপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

এছাড়া গ্রম্নপ 'এ'তে আছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। গ্রম্নপ 'বি'তে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের গ্রম্নপ 'সি'তে থাকছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

প্রথমবারের মতো আগামী টি২০ বিশ্বকাপে ২০টি দল অংশ নেবে। ৪টি গ্রম্নপে ৫টি করে দল খেলবে। গ্রম্নপ পর্বের খেলা চলবে ১৭ জুন পর্যন্ত। প্রতি গ্রম্নপ থেকে শীর্ষ দুই দল সুপার এইট পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে আটটি দল দু'টি গ্রম্নপে ভাগ হয়ে খেলবে। ১৯ থেকে ২৪ জুন পর্যন্ত সুপার এইট পর্ব অনুষ্ঠিত হবে। ২৬ ও ২৭ জুন দু'টি সেমিফাইনালের পর ২৯ জুন হবে ফাইনাল। ৯ জুন নিউইয়র্কে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের ছয় ও যুক্তরাষ্ট্রের তিন ভেনু্যতে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হবে ৪১টি ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে