বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সুযোগ পেলে ভোট দিতে চান জামাল

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
সুযোগ পেলে ভোট দিতে চান জামাল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার বর্তমান বয়স ৩৩ বছর। তবে এখন পর্যন্ত ডেনমার্ক কিংবা বাংলাদেশের কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি, ফুটবলে তার ব্যস্ততাই এর মূল কারণ। এবারের নির্বাচনেও ভোট দেওয়ার সুযোগ হচ্ছে না তার। কারণ ছুটি কাটাতে বর্তমানে ডেনমার্কে অবস্থান করছেন এই ফুটবলার। তবে সুযোগ হলে অবশ্যই ভোট দিতে চান জাতীয় ফুটবল দলের এই অধিনায়ক।

ডেনমার্ক থেকে বাংলাদেশ অধিনায়ক জামাল জানিয়েছেন, 'ডেনমার্ক কিংবা বাংলাদেশ কোনো দেশেই আমার এখনো ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হয়নি। খেলার ব্যস্ততার কারণে ভোটের সময় একেক জায়গায় থাকা হয়। তাই এবারও বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারছি না। অবশ্যই আমি ভোট দিতে চাই। সামনে যখনই সুযোগ পাব ভোট দেওয়ার আশা রাখছি। নিশ্চয়ই এক সময় সুযোগ হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে