শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জীবনের প্রথম ভোট দিলেন অধিনায়ক জ্যোতি

ক্রীড়া প্রতিবেদক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
জীবনের প্রথম ভোট দিলেন অধিনায়ক জ্যোতি
জীবনের প্রথম ভোট দিলেন অধিনায়ক জ্যোতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেরপুরের বাসিন্দা তিনি। বাক্সে নিজের ব্যালট ঢোকানোর ছবি পোস্ট করে তারকা এই ক্রিকেটার লিখেছেন, 'জীবনের প্রথম ভোট' সঙ্গে একটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

করেছেন।

ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে