বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ ক্যানসারে আক্রান্ত

ক্রীড়া ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ ক্যানসারে আক্রান্ত

ব্রাজিলকে ১৯৯৪ সালের বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস আলবের্তো পারেইরা ক্যানসারে ভুগছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক এই কোচের কেমোথেরাপি চলছে।

৮০ বছর বয়সি পারেইরার শারীরিক অবস্থার বিষয়ে শুক্রবার জানায় সিবিএফ। 'হজকিন'স লিম্ফোমা' নামক একটি রোগে আক্রান্ত তিনি, এটি এক ধরনের বস্নাড ক্যানসার। সাও পাওলোর হসপিটাল সামারিতানোয় চিকিৎসা চলছে পারেইরার। তার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত চিকিৎসায় বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে পারেইরার শরীর। কঠিন এই সময় পাশে থাকা ও শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছে পারেইরার পরিবার।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পারেইরার কোচিংয়ে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপাটি জেতে। এরপর ২০০৩-২০০৬ মেয়াদে আবার স্বদেশের জাতীয় দলের কোচ ছিলেন পারেইরা। এই মেয়াদে দেশকে ২০০৪ সালের কোপা আমেরিকা ও পরের ফিফা কনফেডারেশন্স কাপ জেতান তিনি। তবে ২০০৬ বিশ্বকাপে ট্রফি ধরার স্বপ্ন পূরণ হয়নি তাদের; হেরে যায় কোয়ার্টার ফাইনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে