মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ছয় মাস সৌদিতে ঘুরেই ইউরোপ ফিরলেন হেন্ডারসন

ক্রীড়া ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
ছয় মাস সৌদিতে ঘুরেই ইউরোপ ফিরলেন হেন্ডারসন

চলতি মৌসুমের শুরুতে লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। তবে সৌদি আরবে এক মৌসুমও টিকল না তার মন। ছয় মাসের মাথায় আল ইত্তিফাক ছেড়ে আবারও পাড়ি জমালেন ইউরোপে।

হেন্ডারসন আল ইত্তিফাক ছেড়ে যোগ দিয়েছেন ডাচ ক্লাব আয়াক্সে। শুক্রবার আয়াক্স জানায়, ক্লাবটির সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছেন সাবেক এই লিভারপুল তারকা। যদিও কেমন পারিশ্রমিক দিয়ে আয়াক্সে যোগ দিয়েছেন হেন্ডারসন তা জানা যায়নি। এদিকে ডাচ ক্লাবটিতে যোগ দিয়েই হেন্ডারসন জানিয়েছেন সৌদিতে কাটানো ছয়মাসের কঠিন সময়ের কথা। হেন্ডারসন আল ইত্তিফাক ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, 'আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি এখনই আল ইত্তিফাক ছেড়ে দিচ্ছি। এটা সহজ ছিল না। তবে আমি মনে করি যে, এটা আমার এবং আমার পরিবারের জন্য ভালো।'

1

তবে সৌদি ক্লাবটিকে শুভ কামনাও জানিয়েছেন ৩৩ বছর বয়সি এই মিডফিল্ডার। তিনি বলেন,'আমি ক্লাব, সমর্থক এবং ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমি সত্যিই প্রথম দিন থেকে ভালোবাসা পেয়েছি। আমি আপনাদের সফলতা কামনা করি। ভবিষ্যতের জন্য

শুভ কামনা।'

এক যুগ লিভারপুলে কাটিয়ে হেন্ডারসন চলতি মৌসুমের শুরুতে আল ইত্তিফাকে যোগ দেয়ার পর সকলেই অবাক হয়েছিলেন। সৌদি ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছিলেন সাবেক লিভারপুল তারকা। গত কয়েক বছরে শুধু মাঠের ফুটবলে নয়, মাঠের বাইরেও নেতৃত্ব ও ব্যক্তিত্ব দিয়ে নিজেকে ইংলিশ ফুটবলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।  তবে আল ইত্তিফাকে যাওয়ার পর ফুটবল খেলাটা ভালোভাবে উপভোগ করতে পারেননি হেন্ডারসন। ইংলিশ ক্লাব ছেড়ে সৌদি আরবে যাওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে এবার নিজের আর্থিক ক্ষতি করেও আবারও ইউরোপে ফিরলেন হেন্ডারসন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে