প্রতি বছর ২০ মে বিশ্ব মৌমাছি দিবস পালিত হয়, যা মৌমাছি এবং অন্যান্য পরাগরেণু সৃষ্টিকারী প্রাণীদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক।
দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (২০ মে) উপকূলের শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌয়াল, মৌচাষী, নারী, শিশু, যুব, গৃহিণী, পরিবেশ কর্মী এবং সমাজ কর্মীরা অংশগ্রহণ করেন।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও বনজীবি নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠানটিতে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনজীবি নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বিবি।
মৌমাছি পালনে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের নারী ও গৃহিণীরা মৌচাষকে পারিবারিক আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে এখন আগ্রহ প্রকাশ করছেন। তরুণ প্রজন্মকে মৌমাছি পালনে উৎসাহিত করতে উপস্থিত যুবদের অংশগ্রহণে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব করেন ।
স্থানীয় বনজীবী মো. ছফেদ আলী সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মৌমাছির গুরুত্ব তুলে ধরেন এবং নির্বিচারে বন উজাড় ও কীটনাশকের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে মৌমাছি পালন ও মধু সংগ্রহ একটি ঐতিহ্যবাহী পেশা। মৌমাছির পরিবেশগত গুরুত্ব এবং মধু উৎপাদন ও পরাগায়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বক্তারা মৌমাছি পালনে আধুনিক পদ্ধতি অবলম্বন এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বারসিকের কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা বিধান মধু, মারুফ হোসেন মিলন, চম্পা মল্লিক, আবুল কালাম আজাদ, বরষা গাইন, মনিকা পাইক, প্রতিমা চক্রবর্তী, যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন প্রমুখ।
আলোচনা শেষে, অংশগ্রহণকারীরা মৌমাছি সংরক্ষণে এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করে প্লাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি মৌচাষীদের সরকারি প্রোনদনা, প্রকৃত মৌয়ালদের তালিকা প্রস্তুতকরণ, বিষটোপ নিয়ে সুন্দরবনে প্রবেশাধিকার নিষিদ্ধ করা সহ প্রকৃতি ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।